লাফিয়ে শূন্যে উঠে নারীকে জীবিত খেল কুমির

giant-crocodile-eaten-alive-women
খাবার দেয়ার সময় এক নারী গবেষককে জীবিত খেয়ে ফেলেছে কুমির। পানি থেকে লাফিয়ে ৮ ফুট উপরে উঠে ওই নারীকে মুখে ভরে ফেলে কুমিরটি। শুক্রবার (১১ জানুয়ারি) ইন্দোনেশিয়ার একটি কুমির গবেষণাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
ডিইজি তুও নামে ৪৪ বছরের ওই নারী সকালে প্রতিদিনের মতো কুমিরদের খাবার দিচ্ছিলেন। কিন্তু পেছন থেকে ১৭ ফুট লম্বা একটি কুমির লাফিয়ে শূন্যে উঠে তাকে ধরে ফেলে।

কিছুক্ষণের মধ্যেই সেখানে কর্মরত অপর এক কর্মী কুমিরের মুখে ওই নারীকে দেখতে পান। কিন্তু কিছুই করার আগে তুওকে গিলে ফেলে কুমিরটি।

পরে উদ্ধারকারীরা দ্রুত ‘মেরি’ নামে ওই কুমিরটিকে আটক করে। কুমিরের পেট থেকে ডিইজি তুওকে বের করতে সেটিকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে পরে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

গবেষণা কেন্দ্রে ঘটনার প্রত্যাখ্যদর্শী কর্মী সিভি ইয়োসিকি বলেন, আমি কিছু একটা শব্দ শুনে দ্রুত গিয়ে দেখলাম কুমিরটি তাকে গিলে ফেলছে।

সূত্র: ডেইলি মেইল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.