হা হা রিয়্যাক্ট দেয়ায় ৫ বছরের সম্পর্ক শেষ।


বরিশালের লাইলি আর নোয়াখালীর মজনুর প্রেমের সম্পর্ক প্রায় ৫ বছরের। তাদের পরিচয় হয় ফেইসবুকের মাধ্যমে।তারা একে অন্যকে কঠিন ভালবাসে । 

লাইলি মনে করে মজনু তাকে আগের মত আর ভালবাসে না অবহেলা করে তাই লাইলি মজনুকে সন্দেহ করে হয়তোবা মজনুর সাথে অন্য মেয়েদের সম্পর্ক আছে। 

কিন্তু মজনুর ভাষ্যমতে সে লাইলিকে আগের মতই ভালবাসে।

সম্প্রীতি মজনু নাকি অন্য মেয়েদের ছবিতে লাভ রিয়্যাক্ট দেয় এরকম অভিযোগ ই করেছে লাইলি।
কিছুদিন আগের খবর মজনু নাকি লাইলির ছবিতে হাহা রিয়্যাক্ট দিয়েছে তাই সে মজনুর সাথে সম্পর্ক রাখবে না ।
লাইলি কাঁদো কাঁদো হয়ে  আরো বলে যে, সে কত কিউট একটা ছবি আপলোড দিছে কিন্তু মজনু কেনো তাতে হাহা দিবে তাই তার সাথে আর প্রেম করবে না সে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.